অস্ট্রেলিয়ার তাণ্ডবে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল বাংলাদেশ
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে দারুণ শুরু করেও কোয়ার্টার ফাইনালেই থেমে গেল বাংলাদেশ। প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরেছে আকবর আলীর দল। মংককের মিশন রোড মাঠে আজ (শনিবার) টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেটে ৯৫ রানে থামে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার ইনিংসে ঝড় তোলেন ওপেনার বেন ম্যাকডারমট ও অধিনায়ক অ্যালেক্স রস। ম্যাকডারমট ১৪ বলে ৮ ছক্কা ও ১ চারে ৫১ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হন। রস ১১ বলে ৭ ছক্কা ও ২ চারে ৫০ রানে একইভাবে ফিরে যান। তৃতীয় ব্যাটার উইলিয়াম বসিস্টো মাত্র ৬ বলে ৫ ছক্কায় ৩০ রান করেন।
আরও পড়ুন : শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশি বোলারদের জন্য দিনটা ছিল ভীষণ কঠিন। স্পিনার রাকিবুল হাসানের করা প্রথম ওভারেই আসে ২৪ রান, যদিও তিনিই ফেরান অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক উডকে। পরের ওভারে ২৫ রান খরচ করলেও মোসাদ্দেক হোসেন ফেরান বসিস্টোকে। এরপর অজি ব্যাটারদের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে বাংলাদেশের বোলিং।
শেষ দিকে পঞ্চম ওভারে হাবিবুর রহমানের করা ওভারে রস একাই মারেন ৫ ছক্কা ও ১ চার, ওঠে ৩৪ রান। শেষ ওভারে আবু হায়দার রনির ওভার থেকে আসে আরও ২৮ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। প্রথম ওভারেই তিন ব্যাটার—হাবিবুর, আকবর ও জিসান আলমকে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন। দ্বিতীয় ওভারে আউট হন মোসাদ্দেক, ফলে দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৮।
শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েন রাকিবুল ও আবু হায়দার। রাকিবুল ১০ বলে ২৫ রানে আউট হলেও রনি একাই লড়াই চালিয়ে যান। ১৮ বলে ৭ ছক্কা ও ২ চারে অপরাজিত ৫০ রান করে দলের স্কোর ৯৫ পর্যন্ত নিয়ে যান এই অলরাউন্ডার।
আরও পড়ুন : আইসিসির সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হলো
এই জয়ে অস্ট্রেলিয়া জায়গা করে নিয়েছে সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান জয় তুলে নেয় মাত্র ৩.৫ ওভারে। ওপেনার আব্দুল সামাদ ১০ বলে ৮ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন, আর খাজা নাফাই যোগ করেন ১৩ বলে ৩৬। শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে ম্যাচ শেষ করেন সামাদ।

স্পোর্টস ডেস্ক