ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে তারেক রহমানের শুভেচ্ছা
ভারতের বিপক্ষে লড়াই জমিয়ে তুললেও এক প্রজন্ম জয়ের স্বাদ পায়নি। ২২ বছরের সেই অপেক্ষার প্রহর শেষ হলো এবার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয় ছুঁয়ে গেছে বাংলাদেশের কোটি প্রাণ ফুটবল প্রেমীদের। এমন জয়ে ফুটবলাররা শুভেচ্ছা পাচ্ছেন নানান মহল থেকে। সেই ধারায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেরিফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান তিনি।
ফুটবলারদের নিয়ে তারেক রহমান লিখেছেন, ‘২২ বছর পর আজ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ফুটবল মাঠের জয় আমাদের সবাইকে আবার মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী করতে পারি।’
ফুটবলারদের তরুণদের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত উল্লেখ করে তারেক রহমান আরও লিখেছেন, ‘মোরসালিনের শুরুর দিকের গোল এবং দলের নিরলস লড়াই লাখো মানুষের মনে আমাদের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশার স্ফুলিঙ্গ জ্বালিয়েছে। আমাদের ফুটবলাররা আজকের তরুণদের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত।’
বিএনপির ভাইস চেয়ারম্যান লিখেছেন, ‘বাংলাদেশের খেলাধুলায় আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে—যেখানে প্রতিভা লালন করা হবে, স্বপ্নগুলোকে সহায়তা করা হবে এবং আমাদের পতাকা আরও উঁচুতে উড়তে থাকবে।’

স্পোর্টস ডেস্ক