নবী-হায়দারের ব্যাটে লড়াকু পুঁজি নোয়াখালীর
বিপিএলের প্রথম চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার শঙ্কায় আছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। বাঁচা-মরার ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না দলটির টপঅর্ডার ব্যাটাররা। মোহাম্মদ নবী আর হায়দার আলীর লড়াকু ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কোনোমতে লড়াইয়ের পুঁজি পেয়েছে নোয়াখালী।
আজ বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে নোয়াখালী।
টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেছিলেন নোয়াখালীর দুই ওপেনার সৌম্য সরকার আর হাবিবুর রহমান সোহান। কিন্তু বিপদ কাটাতে পারেননি তারা।
ইনিংসের তৃতীয় ওভারে ৬ বলে ১ রান করে বিদায় নেন সৌম্য সরকার। তিন বলের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার সোহানও (১৩ বলে ৬)।
তিন নম্বরে নেমে মাজ সাদাকাত দায়িত্ব নেওয়ার চেষ্টা করলেও দ্রুতই ফিরে যান মুনিম শাহরিয়ার (৬ বলে ২) আর মাহিদুল ইসলাম অঙ্কন (৯ বলে ৪)।
ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি মাজ সাদাকাত। ১৯ বলে ২৪ রান করে বিদায় নেন তিনি। এতে ৯.৩ ওভারে দলীয় রান পঞ্চাশ পেরোনোর আগেই ৫ উইকেট হারিয়ে ধংসস্তুপের নিচে পরে যায় নোয়াখালী।
এরপর সেই ধংসস্তুপের ওপর দাঁড়িয়ে দলের হাল ধরেন অধিনায়ক হায়দার আলী আর অভিজ্ঞ মোহাম্মদ নবী। পরে ১০ ওভার উইকেটে কাটিয়ে দেন এই দুজন। ইনিংস শেষ হওয়ার ৩ বল আগে আউট হন হায়দার। ৩৬ বলে ৪৭ রান করেন তিনি।
তবে অপরাজিত থেকেই ইনিংস শেষ করেন নবী। ৩২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১৩৩/৬ (সোহান ৬, সৌম্য ১, সাদাকাত ২৪, মুনিম ২, মাহিদুল ৪, হায়দার ৪৭, নবী ৪০*, আবু হাশিম ০*; ইমাদ ৪-০-১৬-১, তাসকিন ৪-০-২৮-১, সাইফউদ্দিন ৪-০-৩০-১, জিয়াউর ৪-১-২৬-২, নাসির ৩-০-২৪-১, আবদুল্লাহ আল মামুন ১-০-৬-১)

স্পোর্টস ডেস্ক