সেলফি চামচ!
মোবাইল বা স্মার্টফোনের ক্যামেরায় নিজেসহ অন্য ব্যক্তি ও বস্তুর ছবি তোলাই হলো সেলফি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সেলফি তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়। আর সেলফি তোলার জন্য মোবাইল ফোন প্রস্তুতকারীরা পর্যন্ত স্মার্টফোনের সামনে ক্যামেরা দিতে বাধ্য হয়েছেন। পরে অবশ্য সেলফি স্টিক, সেলফি হ্যান্ড আরো অনেক গ্যাজেটও এসেছে। তবে এবার সেলফিপ্রেমীদের জন্য নতুন চমক ‘সেলফি চামচ’, যা খাওয়ার সময়ও সেলফি তোলায় সহায়ক হবে।
অনেক সেলফিপ্রেমী কোনো স্থানে গেলে বা বন্ধুদের সঙ্গে সেলফি তোলেন। যেকোনো সময় সেলফি তুলে, তা বন্ধুদের সঙ্গে শেয়ার করা চাই। তবে খাবার সময় সেলফি তোলায় হয় ঝামেলা। চামচ বা হাত দিয়ে খাবার খাবে না কী সেলফি তুলবে। এই সমস্যায় সমাধান সেলফি চামচ! এর এক পাশ চামচ, আরেক পাশে থাকে সেলফি স্টিক, যার সঙ্গে লাগানো যাবে স্মার্টফোন। তাই একপাশে দিয়ে হবে খাবার খাওয়া, সঙ্গে সঙ্গেই অপর পাশে তোলা হবে ছবি।
এনডিটিভি জানিয়েছে, সেলফি চামচের সঙ্গে থাকা স্টিক ৩০ ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায়। জেনারেল মিলস ব্র্যান্ডের সেলফি চামচের সঙ্গে যুক্ত আছে ব্লুটুথ। এমন চামচের স্টিক অংশে স্মার্টফোন লাগাতে হবে। আর সেলফি তুলতে চামচ অংশে থাকা বাদামি বোতাম টিপতে হবে। সেলফি চামচে শুধু অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন কাজ করে।
এখনই সেলফি চামচ কিনতে চাইলে সেলফিস্পুন ডটকম ওয়েবসাইটে যেতে পারেন। তবে ডেলিভারি দেওয়ার চার্জ আপনাকেই বহন করতে হবে।

অনলাইন ডেস্ক