অ্যাপলকে ২৩৪ মিলিয়ন ডলার জরিমানা!
যুক্তরাষ্ট্রের এক জুরিবোর্ডের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী টেক জায়ান্ট অ্যাপলকে গুনতে হবে ২৩৪ মিলিয়ন ডলারের জরিমানা। অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের এক অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিভার্সিটি অফ উইসকনসিন-মেডিসন এই বিশাল অঙ্কের টাকা জিতে নিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে।
মূলত উইসকিনসন ইউনিভার্সিটির আবিষ্কৃত এক মাইক্রোচিপ অ্যাপল ব্যবহার করায় এই মামলাটি করা হয়েছিল। গত বছরের শুরুতে ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসনের লাসেন্সিং গ্রুপ মামলাটি করেছিল এবং সেখানে বলা হয়েছিল কোনো রকম অনুমতি ছাড়াই অ্যাপলের আইফোন ৫ এস, আইপ্যাড এয়ার এবং আইপ্যাড মিনি ২-তে তাদের আবিষ্কৃত প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ফলে লঙ্ঘিত হয়েছে এই মাইক্রোচিপের ওপর ১৯৯৮ সালে করা পেটেন্টটি।
অ্যাপলের বিরুদ্ধে করা এই অভিযোগের সত্যতার ব্যাপারে আগেই নিশ্চিত করা হয়েছিল জুরিবোর্ড থেকে। তবে অ্যাপলের পাল্টা আপিলের পরিপ্রেক্ষিতে জরিমানার পরিমাণ কমানো হয়েছে। এর পেছনে কারণ হিসেবে বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপল ইচ্ছা করে এই পেটেন্টটি লঙ্ঘন করেনি। জরিমানার পরিমাণ না কমালে ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসনের দাবি অনুযায়ী অ্যাপলকে গুনতে হতো ৮৬২ মিলিয়ন ডলার!
পেটেন্ট মামলাকারীদের কাছে অ্যাপল এক প্রিয় নাম। কিন্তু বেশকিছু ফাঁকফোকর থাকায় মামলাগুলো নিয়ে দুই পাশের রশি টানাটানিও চলতে থাকে অনেকদিন। এই বছরের শুরুতে এক পেটেন্ট লাইসেন্স কোম্পানির করা মামলায় অ্যাপল হেরে গেলেও ৫৩২.৯ মিলিয়ন জরিমানার কোনো হদিস এখনো পাওয়া যায়নি। এমনকি স্যামসাংয়ের বিরুদ্ধে করা ৯৩০ মিলিয়নের মামলাটি অ্যাপল জিতলেও জরিমানার পরিমাণ কমানো নিয়ে এখনো দেনদরবার চলছে।

ইশতি আহমেদ