সুপারচার্জারে চার্জ হবে ৫ ডিভাইস
স্মার্টফোন, ট্যাব, ডিএসএলআর ক্যামেরা, ল্যাপটপ, স্মার্টওয়াচ- এইসব ডিভাইস এবং গ্যাজেট এখন আমাদের প্রতিদিনই লাগছে। আর এগুলোকে সচল রাখতে দরকার হয় চার্জিংয়ের। একসঙ্গে এতগুলো যন্ত্র চার্জ দিতে গিয়ে অনেকেই নানা রকম সমস্যায় ভুগে থাকেন। কারণ একসঙ্গে এতগুলো পোর্ট খালি পাওয়া যায় না।
আর তাই চার্জিং পোর্টের অভাবে ভুগে থাকেন যাঁরা, তাঁদের জন্য এবার সমাধান নিয়ে এসেছে সিগনেট। তারা তৈরি করেছে ইউএফও সুপারচার্জার যা দিয়ে একই সঙ্গে পাঁচটি ইউএসবি ডিভাইসে চার্জ দেওয়া যাবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস।
সিগনেটের এই মাল্টি চার্জারকে ইউএফও বলা হচ্ছে কারণ এটি দেখতে মহাকাশযানের মতো। সাদা এবং কালো দুটি রঙে বাজারে ছাড়া হয়েছে অত্যন্ত কাজের এই চার্জিং ডিভাইসটি। গোলাকৃতির এই ইউএফও চার্জারের চারদিকে রয়েছে পাঁচটি ইউএসবি চার্জিং পোর্ট।

দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৫.০এ আউটপুট। একটি সকেট থেকেই বিদ্যুৎ নেবে চার্জারটি কিন্তু তা ছড়িয়ে দিতে পারবে পাঁচটি ডিভাইসে। এটাই এর সবচেয়ে বড় সুবিধা। এতে বিদ্যুৎপ্রবাহে কোনো বাধা সৃষ্টি হবে না বা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়ে কোনো ডিভাইসের ক্ষতিও হবে না।
ডিজিটাল ট্রেন্ডসের একটি দল হাতে কলমে চার্জারটি পরীক্ষা করে দেখেছে। তারা বলছে, স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ প্লাস ২০ শতাংশ চার্জ থাকা অবস্থায় চার্জে দিলে ফুল চার্জ হতে ৭০ মিনিট সময় লাগে। ইউএফও সুপারচার্জারেও একই সময় লেগেছে স্মার্টফোনটি চার্জ হতে। তবে একই সময় ওয়ানপ্লাস ২ এবং এলসি ওয়াচ আরবান ডিভাইস দুটিও চার্জ দেওয়া হয়েছে সিগনেটের চার্জারে। সে হিসেবে অবশ্যই সিগনেটের এই চার্জার প্রচুর সময় বাঁচিয়ে দেবে ব্যবহারকারীদের।
কোন কোন পোর্টে চার্জ হচ্ছে সেটি বোঝা যাবে পোর্টের ওপরের একটি উজ্জ্বল এলইডি বাতি দিয়ে। চার্জে থাকলে সেটি জ্বলবে। কাজের এই মাল্টিপল চার্জারটির দাম যুক্তরাষ্ট্রের ৪০ ডলার এবং যুক্তরাজ্যের ৩০ ইউরো। নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে সিগনেট চার্জারটি বিক্রি করছে ওই দুই দেশে।

ফাহিম ইবনে সারওয়ার