স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং
বিশ্বের নামকরা সব প্রযুক্তি আর অটোমোবাইল প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় বা চালকবিহীন গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করছে। সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে গুগল। আর সর্বশেষ দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং জানিয়েছে, তারাও স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গত বুধবার স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে তাদের একটি দল।
প্রতিষ্ঠানটির ইলেকট্রনিকস বিভাগের ভাইস চেয়ারম্যান কোন ওহ-হিয়ুন এই দলটির নেতৃত্ব দেবেন। স্মার্টফোন ব্যবসা থেকে আশানুরূপ মুনাফা না আসায় নতুন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
ছয় বছর ধরে স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করছে গুগল। স্বয়ংক্রিয় গাড়ির জন্য কারপ্লে নামে একটি সফটওয়্যার তৈরি করেছে অ্যাপল।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীনের ইন্টারনেট সার্চ ইঞ্জিন বাইদু-ও স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে কাজ করছে। আগামী তিন বছরের মধ্যে চীনের বাজারে স্বয়ংক্রিয় গাড়ি ছাড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।
তবে এ ব্যাপারে স্যামসাং বরাবরই নীরব ছিল। গত শতকের নব্বইয়ের দশকের শেষের দিকে প্রতিষ্ঠানটি তৎকালীন চেয়ারম্যান লি কুন-হির নেতৃত্বে স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল স্যামসাং।
স্পোর্টস কারের প্রতি দারুণ আগ্রহ ছিল লি কুন-হির। কিন্তু ১৯৯৭ সালে এশিয়ান অর্থনৈতিক মন্দার সময় স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ করা ইউনিটটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়।

ফাহিম ইবনে সারওয়ার