৭০ ইঞ্চির টিভি আনছে শাওমি
প্রযুক্তি পণ্য নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি এবার বড় স্ক্রিনের টিভি নিয়ে আসছে। এত দিন স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত হলেও নিজেদের কাজের পরিসর বড় করছে চীনা এই প্রতিষ্ঠান। এ খবর প্রকাশিত হয়েছে ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণে।
৭০ ইঞ্চির এই টিভির নাম রাখা হয়েছে শাওমি টিভি ৩। চীনের বাজারে টিভিটির দাম রাখা হয়েছে ৯ হাজার ৯৯৯ চীনা ইয়েন। বাংলাদেশি টাকায় যা ১ লাখ ২৩ হাজার টাকার মতো।
প্রাথমিকভাবে চীনের বাজারে ছাড়া হবে শাওমি টিভি ৩। পর্দার আকারের দিক থেকে এটাই চীনের সবচেয়ে বড় পর্দার টিভি। এর আগে গত বছরের অক্টোবরে ৬০ ইঞ্চি স্ক্রিনের ‘মি টিভি ৩’ বাজারে ছেড়েছিল শাওমি।
শাওমির নতুন এই টিভিতে থাকবে ৩৮৪০ x২১৬০ পিক্সেলের ফোরকে ডিসপ্লে। ঝকঝকে ছবি দেখার জন্য রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল। শাওমির পক্ষ থেকে বলা হয়েছে মি টিভি ৩ মডেলে ৮৫ শতাংশেরও বেশি এনটিএসসি কালার গামুট এবং ১২০ হার্জের রিফ্রেশ রেট।
শুধু আকারেই বড় না এই টিভিটা বেশ পাতলা। ১২.৯ মিলিমিটার পাতলা এবং ৩৮.৬ মিলিমিটার পুরু। ডিভাইসটি চলবে কোয়াড-কোর এমস্টার ৬এ৯২৮ (করটেক্স-এ১৭) প্রসেসরে যাতে রয়েছে ১.৪ গিগাহার্জের মালি-৭৬০ এমপি৪ জিপিইউ।
মি টিভি ৩ তে থাকবে ২ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। টিভিটির পুরো বডিই তৈরি করা হয়েছে মেটাল ব্যাক প্লেট দিয়ে।
কানেক্টিভিটির জন্য টিভিটিতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.১ এলই, এইচডিএমআই ২.০ (৩এক্স), মাইক্রো ইউএসবি, ইউএসবি ৩.০ এবং ইথারনেট পোর্ট।
৭০ ইঞ্চির নতুন এই টিভিতে রয়েছে ২.৫ ইঞ্চির ফুল রেঞ্জ স্টেরিও স্পিকার্স। ভালো মানের শব্দের জন্য রয়েছে ডলবি ডিটিএস ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড এবং বেজ বুস্ট।

ফাহিম ইবনে সারওয়ার