কী থাকছে কনজ্যুমার ইলেকট্রনিক শোতে?
প্রযুক্তিবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) শুরু হয়েছে আজ থেকে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হচ্ছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি মেলা। সেখানেই দেখা মিলবে আগামী দিনের সব নতুন প্রযুক্তির। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যোগ দিয়েছে এই আয়োজনে। আর নতুন নতুন সব প্রযুক্তির দেখা মিলবে এখানেই। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে সিইএস।
তবে এ আয়োজন নিয়ে অনেক আগে থেকেই সরগরম প্রযুক্তি দুনিয়া। নিজেদের নতুন প্রযুক্তির নমুনা দেখাতে আগ্রহী সবাই। আর তা থেকেই এ বছরে কী ধরনের প্রযুক্তি আসবে, তার একটা আভাস পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে এসব প্রযুক্তির কথা।
সিইএস-এর আয়োজনে বাঘা বাঘা প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি থাকে স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোও, যারা নিজেদের স্বপ্নপূরণের জন্য চায় বিনিয়োগ। সিইএসের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সিইএস থেকে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আর তাই এবারও আগ্রহ রয়েছে নতুন প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে।

এবারে ফিটনেস প্রযুক্তি নিয়ে বড় ধরনের আয়োজন থাকবে। প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোজিম নিয়ে আসছে এমন একটি ট্রেডমিল, যা ব্যবহারকারীর দৌড়ানোর গতির সঙ্গে একটি মিউজিক সাউন্ডট্র্যাক তৈরি করবে। এই ট্র্যাকগুলো ব্যবহারকারীদের দৌড়ানোর একটা ছন্দ এনে দেবে এবং পা ফেলার প্রতিটি পদক্ষেপ মেপে ব্যবহারকারীদের কতটুকু ক্যালরি ক্ষয় হলো, সেটা জানাবে। এর আগে একই রকমের একটি অ্যাপ তৈরি করেছিল স্পটিফাই। তবে সেটা ট্রেডমিলে দৌড়ানোর জন্য নয়, রাস্তায় দৌড়ানোর সময় ব্যবহারকারীরা যাতে ব্যবহার করতে পারেন, সে জন্য তৈরি করা হয়েছিল।
আইফিট আরেকটি ট্রেডমিল তৈরির ঘোষণা দিয়েছে, যেখানে যোগ করা হয়েছে একটি বাঁকানো ওএলইডি স্ক্রিন। আইফিটের পক্ষ থেকে বলা হয়েছে, গুগল ম্যাপ থেকে তথ্য নিতে পারবে এই ট্রেডমিল। নিজের পছন্দমতো জায়গার ছবি স্ক্রিনে দেখতে পাবেন ব্যবহারকারীরা। তাই ট্রেডমিলে দৌড়ালেও ভার্চুয়াল রিয়েলিটির একটা স্বাদ পাওয়া যাবে।

স্যামসাংয়ের স্মার্ট ফ্রিজ নিয়ে তো আলোচনা তুঙ্গে। এতে যোগ করা হয়েছে সাড়ে ২১ ইঞ্চির টাচস্ক্রিন। এই স্ক্রিনে থাকবে তাপমাত্রা, আর্দ্রতা এবং অপারেশন মোড। এই স্ক্রিনের আরো কাজ আছে। ফ্রিজের ভেতরে কীসব খাবার আছে, সেটা দেখা যাবে এই স্ক্রিনে।

দক্ষিণ কোরিয়ার আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি এবারের সিইএস-এ নিয়ে আসবে তাদের নতুন ‘কে’ স্মার্টফোন সিরিজ। এলজি বলছে, এটা হবে অনেক অভিজাত, দামি এবং শুধু নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য। বোঝাই যাচ্ছে ‘এলজি কে’ সিরিজ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ জাগিয়ে তোলার জন্য এই কথাগুলোই যথেষ্ট।

এই মেলায় রকেট স্কেটস নিয়ে এসেছে একটি ইলেকট্রনিক স্কেটবোর্ড। ঘণ্টায় ১৯ কিলোমিটার গতিতে ছুটবে এই স্কেটবোর্ড। এটি নিয়ন্ত্রণের জন্য থাকবে একটি ছোট ডিভাইস, যা সহজেই হাতের মুঠোয় ধরে রাখা যাবে। এ ছাড়া থাকবে স্মার্টফোন অ্যাপ, যার মাধ্যমে স্মার্টফোনের সাহায্যেই চালানো যাবে স্কেটবোর্ডটি।

ফ্রেঞ্চ স্টার্টআপ প্রতিষ্ঠান ডিজিটসোল নিয়ে এসেছে স্মার্ট সু, যা শীতের দিনে ব্যবহারকারীদের পা গরম রাখবে। এই জুতায় রয়েছে একটি বিল্ট-ইন টর্চ ল্যাম্প। এর দাম ধরা হয়েছে ৪৫০ মার্কিন ডলার।

চীনা প্রতিষ্ঠান ডিজিআই নিয়ে এসেছে ইনস্পায়ার ১ প্রো নামে একটি নতুন ড্রোন। এ ছাড়া থাকছে তাদের ফ্যান্টম-৩ সিরিজের একটি ড্রোন, যা ফোরকে ভিডিও ধারণে সক্ষম। পেশাদার ভিডিও ধারণের কাজে এসব ড্রোন কার্যকর ভূমিকা রাখবে বলে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্মার্টলিংক ডিভাইস নিয়ে এসেছে গাড়ির জন্য একটি স্মার্টফোন অ্যাপ, যা চালকদের কণ্ঠস্বরের মাধ্যমে গাড়ির ড্যাশবোর্ড নিয়ন্ত্রণের সুযোগ এনে দিয়েছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও ফোর্ড এই অ্যাপ তাদের তৈরি গাড়িগুলোতে ব্যবহারের কথা ভাবছে। হোন্ডা, সুবারু এবং মাজদার মতো অটোমোবাইল প্রতিষ্ঠানগুলোও এ ধরনের প্রযুক্তি কাজে লাগানোর কথা ভাবছে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক প্রতিষ্ঠান কোপিন নিয়ে এসেছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির স্মার্ট ডিসপ্লে গ্লাস। তবে এই প্রযুক্তি কী কাজে লাগবে, তা নিয়ে বিস্তারিত কিছু তারা এখনো জানায়নি।

ফাহিম ইবনে সারওয়ার