অ্যাপলের প্রধান নির্বাহীর বেতন কত?
প্রযুক্তি জগতের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান অ্যাপল। এর সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পর ২০১১ সালের ২৪ আগস্ট অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন জবসের বন্ধু টিম কুক। এখনো তিনিই প্রতিষ্ঠানটির হর্তাকর্তা।
অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী টিম কুকের বার্ষিক বেতন কত তা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত বছর তাঁর বেতন ও আনুষঙ্গিক সুবিধাদি ১১ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে করা হয়েছিল এক কোটি তিনলাখ মার্কিন ডলার।
গত বছর অ্যাপলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার লুকা মায়েস্ত্রির বার্ষিক আয় বাড়ানো হয়েছে ৮১ শতাংশ। এতে তিনি বছরে আয় করেন প্রায় দুই কোটি ৫৩ লাখ মার্কিন ডলার।
নতুন আইফোন এস৬ এবং ৬এস প্লাস বেশ ভালোই ব্যবসা করছে। চীনে বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে আইফোনের নতুন এই দুটি মডেল। আর সে কারণেই এই বেতন বৃদ্ধি।
তবে যাঁরা ভাবছেন প্রধান নির্বাহী কম বেতন পান তাঁদের ভুল ভাঙিয়ে দেবে আরেকটি খবর। প্রধান নির্বাহী হিসেবে অ্যাপলের ৩১ লাখ শেয়ারের মালিক টিম কুক। আর সেখান থেকেই আসে তার মূল আয়। ছোট্ট একটা উদাহরণ দেওয়া যাক।
গত বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শেয়ার বাজার থেকে টিম কুকের আয় ছিল ৩১ কোটি মার্কিন ডলার।
তবে আইফোনের বিক্রি ভালো হলেও শেয়ার বাজারে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই অ্যাপল। গত বছরের শেষ দিকে তাদের শেয়ারের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে যায়। আর তাই নতুন বছরে নতুন আইফোন বাজারে আনার পাশাপাশি শেয়ার বাজারে নিজেদের অবস্থান ভালো করতে চাইছেন টিম কুক।

ফাহিম ইবনে সারওয়ার