২৫০ মিলিয়ন ডলার দিয়ে ‘সুইফটকি’ কিনছে মাইক্রোসফট
অ্যাপ্লিকেশনের বাজার এখন চড়া। স্মার্টফোনের জন্য নতুন নতুন অ্যাপ নিয়ে গবেষণা করছেন ডেভেলপাররা। জনপ্রিয় অ্যাপগুলো সুযোগ পেলেই চড়া দামে কিনে নিচ্ছে বাঘা বাঘা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিবোর্ডে অ্যাপ্লিকেশন ‘সুইফটকি’ কিনতে যাচ্ছে মাইক্রোসফট। এ সপ্তাহে এই ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
তবে এ ব্যাপারে মাইক্রোসফট বা সুইফটকি কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে কোনো কিছুই জানাতে চায় না তারা।
আর সুইফটকির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো গুজবের ভিত্তিতে তারা প্রতিক্রিয়া জানাবে না।
আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের অত্যন্ত জনপ্রিয় কিবোর্ড অ্যাপ সুইফটকি। ২০১০ সালে অ্যানড্রয়েড এবং ২০১৪ সালে আইওএসের জন্য কিবোর্ড অ্যাপ্লিকেশনটি ছাড়া হয়েছিল।
দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় হলেও আর্থিকভাবে সুইফটকি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।
অ্যাপ্লিকেশনটির মূল ফিচার ‘সুইপ্যাবল কিবোর্ড’ বেশ জনপ্রিয়। অনেক স্মার্টফোনেই ডিফল্ট অপশন হিসেবে ব্যবহৃত হয় ‘সুইপ্যাবল কিবোর্ড’। এ ধরনের ফিচারগুলো নিয়ে অ্যাপটির ডেভেলপাররা আরো কাজ করতে চান।
এ ছাড়া অ্যানড্রয়েড সংস্করণের জন্য সুইফটকি কিছুদিন আগে নতুন একটি সংস্করণ বের করে। এই সংস্করণ নিয়ে আরো কাজ করতে চাচ্ছে মাইক্রোসফট।
যদিও মাইক্রোসফটের এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। কারণ মাইক্রোসফটের নিজেরই ভালো কিবোর্ড অ্যাপ রয়েছে।
তবে প্রযুক্তিবিদরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করার উদ্দেশ্যেই সুইফটকি কিনতে চাচ্ছে মাইক্রোসফট। এর আগেও ‘সানরাইজ’ এবং ‘অ্যাকম্পলি’র মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন কিনে নিয়েছিল মাইক্রোসফট।

ফাহিম ইবনে সারওয়ার