নেপালে ভূমিকম্প
নিখোঁজদের খোঁজে গুগলের পার্সন ফাইন্ডার
নেপালে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পর শুরু হয়েছে উদ্ধারকাজ। এই কাজে সহায়তা করার জন্য সার্চ ইঞ্জিন গুগল চালু করেছে নতুন একটি টুল। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভূমিকম্পে নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেওয়া যাবে এবং কাউকে খুঁজে পাওয়া গেলে সেই তথ্যও দেওয়া যাবে।
নিখোঁজ কারো ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া যাবে গুগলের পার্সন ফাইন্ডার পেজে।
পার্সন ফাইন্ডারে রয়েছে দুটি বক্স, যেখানে প্রয়োজনীয় তথ্য দেওয়া যাবে। একটি বক্সে রয়েছে ‘আই এম লুকিং ফর সামওয়ান’ অর্থাৎ আমি কাউকে খুঁজছি। আরেকটি বক্সে রয়েছে ‘আই হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট সামওয়ান’ অর্থাৎ আমার কাছে কারো ব্যাপারে তথ্য আছে।
ভূমিকম্পে নিখোঁজ কিংবা কোথাও আটকে পড়া কারো খোঁজ চাইলে তাঁর সর্বশেষ অবস্থান জানিয়ে তথ্য দিয়ে খোঁজ চাইতে পারবেন তাঁর পরিচিতরা। সেই এলাকায় কেউ থাকলে বা তিনি যদি নিখোঁজ ব্যক্তির অবস্থান সম্পর্কে কিছু জানেন, তবে তিনি সে তথ্য দিতে পারবেন।
মানুষের সুবিধার্থে ইংরেজি এবং নেপালি দুই ভাষাতেই খোঁজ করা যাবে এবং তথ্য দেওয়া যাবে। এর আগে ভারতের জম্মু কাশ্মীর এবং উত্তরখণ্ডে প্রাকৃতিক দুর্যোগের সময় ২০১৩ সালে পার্সন ফাইন্ডার চালু করেছিল গুগল।