১০ দিনেই পেরিস্কোপে গ্রাহক ১০ লাখ
সরাসরি ভিডিও শেয়ারিংয়ের অ্যাপ পেরিস্কোপ চালুর পর পরই চমক দেখিয়েছে । খুদে বার্তা ওয়েবসাইট টুইটারের মালিকানাধীন অ্যাপটি চালুর পর প্রথম ১০ দিনেই এতে নিবন্ধিত ব্যবহাকারী হয়েছেন ১০ লাখ।
গত ২৬ মার্চ প্রাথমিকভাবে পেরিস্কোপ চালু করা হয়। আর এর টেকসই সরস্করণ চালু হয় গতকাল মঙ্গলবার। অ্যাপলের অপারেটিং সিস্টেম-ভিত্তিক অ্যাপটি কিনে নেয় টুইটার।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্টেলো বলেন, শুরুতে টুইটারের পক্ষ থেকে পেরিস্কোপে কিছু বিষয় শেয়ার করা হয়। চালুর হওয়ার পর প্রথম ১০ দিনে পেরিস্কোপে নিবন্ধিত হন ১০ লাখ মানুষ। টুইটারের ৩০ কোটি ব্যবহারকারীর তুলনায় এই সংখ্যা নগণ্য। তবে পেরিস্কোপ নিয়ে মানুষের আগ্রহের বিষয়টি লক্ষণীয়।
পেরিস্কোপের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থান থেকে কোনো ব্যবহারকারী সরাসরি ভিডিও পাঠাতে পারেন। ওই ভিডিও সরাসরি দেখার সুযোগ পান অন্য ব্যবহারকারীরা।
ডিক কস্টেলো বলেন, টুইটারের সঙ্গে যুক্ত হওয়ার ফলে পেরিস্কোপেরই উন্নতি হয়েছে। এখন বড় প্রশ্নটি হলো ব্যবহারকারীদের সংশ্লিষ্টতা অব্যাহত থাকবে কি না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষের বিষয়টির কারণে ভিডিও শেয়ার বেড়েছে বলে জানিয়েছেন ডিক কস্টেলো।