হ্যাকিং রোধে রাশিয়া-চীন চুক্তি

মিলেমিশে থাকাতেই সবার মঙ্গল-ব্যাপারটা বুঝতে পেরে সমঝোতা চুক্তি করে ফেলেছে চীন ও রাশিয়া। বিষয় : সাইবার হামলা। এই দুই দেশ একে অপরের ওপর হ্যাকিং চালাবে না বলে চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। গত শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিংপিং।
ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, এই চুক্তির ফলে দুই দেশের আইন প্রয়োগকারীর সংস্থাগুলো নিজেদের মধ্যে সাইবার হামলা-সংক্রান্ত তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের শৃঙ্খলার জন্য হুমকি হয়ে ওঠে বা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠে এ রকম বিষয়ে প্রতিরোধে একে অপরকে সাহায্য করবে দুই দেশ।
স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে চীন ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান দেশগুলোর সাথে দুই দেশেরই রয়েছে বৈরী সম্পর্ক।
ওয়ালস্ট্রিট জার্নাল বলছে, নতুন এই চুক্তির মাধ্যমে দুই দেশ নিজেদের সম্পর্কটা নতুন করে ঝালিয়ে নিল। কারণ তথ্যের নিরাপত্তা নিয়ে এখন প্রায় প্রতিটি দেশই চিন্তিত। দুই দেশের শীর্ষ নেতাই মনে করেন জনগণের তথ্যগত নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটকে আরো সুরক্ষিত করা প্রয়োজন।
রাশিয়ার বাইরে থাকা বড় ধরনের ইন্টারনেট কর্মসূচিগুলো রাশিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন পুতিন। তাঁর মতে, আউটসোর্সিংয়ের মাধ্যমে রাশিয়ার বাইরে অন্য কোনো দেশে এসব কাজ করা হলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গোয়েন্দাগিরির সুযোগ পায়।
এদিকে সাইবার নিরাপত্তা নিয়ে একই রকম চিন্তিত চীন। অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের জাতীয় নিরাপত্তা আইনে খুব শিগগির সংশোধন আনা হচ্ছে। এর ফলে সাইবার হামলাকে অবৈধ ঘোষণা করে অপরাধীদের বিচার করার আইন পাস হতে যাচ্ছে দেশটিতে।