অলিম্পিকের প্রস্তুতি নিতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

অলিম্পিক শুরুর আগেই এলো খারাপ খবর। অলিম্পিকে যিনি তারকা হতে পারতেন, তিনিই কিনা প্রাণ হারালেন অলিম্পিকের প্রস্তুতি নিতে গিয়ে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, অলিম্পিকের প্রস্তুতি নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী সার্ফার ক্যাথরিন দিয়াজ। সমুদ্রে অনুশীলন করার সময় বজ্রপাতে মৃত্যু ঘটে তাঁর। এল সালভাদরের ক্যাথরিন ছিলেন সার্ফারে অত্যন্ত জনপ্রিয় মুখ।
সালভাদরের সার্ফিং ফেডারেশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্যাথরিন আগামী অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন। সেই কিনা আমাদের ছেড়ে চলে গেল। তাঁর সঙ্গে খুব শিগগিরই দেখা হবে, তিনি একজন বড় যোদ্ধা। আর গোটা সালভাদর ক্যাথরিনের জন্য ভীষণ গভীরভাবে শোকাহত।’
এদিকে ক্যাথরিন দিয়াজের মৃত্যুতে বাকি সতীর্থরা তাঁর জন্য সমুদ্র উপকূলে শোক পালন করেন।
প্রতিদিনের মতো গত শুক্রবার সকালেও এল তুঞ্চো সমুদ্র উপকূলে অনুশীলন সারতে নেমেছিলেন ক্যাথরিন। কিন্তু দিনটা হয়তো তাঁর ছিল না। তাই অকালেই চলে যেতে হয় না ফেরার দেশে। সমুদ্রে নেমে ক্যাথরিন অনুশীলন করার সময় ধীরে ধীরে আবহাওয়া খারাপ হতে থাকে। এরপর বাজ পড়া শুরু হয়। আর যার বলি হন সালভাদোরের এই সার্ফার।
ক্যাথরিনের মৃত্যুতে আন্তর্জাতিক সার্ফিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘সার্ফিংয়ের মতো খেলাকে ক্যাথরিনের মতো মানুষরাই জনপ্রিয় করে তুলেছেন।’