আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৪ নারীসহ নিহত ৭
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/23/afg_blast.jpg)
হেরাতে তালেবান সরকারের টহলরত নিরাপত্তাকর্মীরা। ছবি : সংগৃহীত
আফগানিস্তানের হেরাত প্রদেশে বোমা বিস্ফোরণে চার নারীসহ সাত জন নিহত হয়েছেন। একটি মিনিবাসে চালানো এ হামলায় আহত হয়েছেন নয় জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তালেবান কর্মকর্তারা হামলার খবরটি নিশ্চিত করেছেন। তবে, হামলায় কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।
তবে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা এর পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরা জানিয়েছে, মিনিবাসটির জ্বালানির ট্যাংকে বোমা লাগানো ছিল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/01/23/afg_blast_insert.jpg 687w)
আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর অর্থনৈতিক অবস্থা নাজুক হলেও নিরাপত্তা ব্যবস্থার বেশ উন্নতি হয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।