আসাদাবাদে বোমা হামলায় তালেবানের পুলিশ প্রধান নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/14/565.jpg)
আফগানিস্তানের কুনার প্রদেশে বোমা হামলায় স্থানীয় তালেবানের পুলিশ প্রধান নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবারের এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১১ জন। খবর এএফপি ও রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির।
প্রতিবেদনে বলা হয়, কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে শিগাল জেলার তালেবানের পুলিশ প্রধানকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এএফপিকে বলেন, বোমা হামলায় পুলিশ প্রধান মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন।
কুনার প্রদেশের কেন্দ্রীয় হাসপাতালের একজন চিকিৎসক জানান, তাঁরা আহত অবস্থায় ১১ জনকে পেয়েছেন। এদের মধ্যে চারজন তালেবান যোদ্ধা এবং সাতজন বেসামরিক নাগরিক।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/14/capture3.jpg 534w)
এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পাড়ে।
২০১৪ সাল থেকেই আফগানিস্তানে আইএস-এর বিরুদ্ধে লড়াই করছে তালেবান। সম্প্রতি আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে হামলা চালায় আইএস। এই হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হন।