ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে : ম্যাক্রোঁ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ যুদ্ধের জন্য বিশ্বকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘আপনাদের একটি কথা বলতে পারি যে, এ যুদ্ধ স্থায়ী হবে।’ ফ্রান্সে আজ শনিবার আয়োজিত বার্ষিক কৃষিমেলায় এ কথা বলেন ম্যাক্রোঁ। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ফ্রান্সের রাজনৈতিক সূচিতে কৃষি মেলা একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর এ সংকট মোকাবিলায় ভূমিকা রাখার জন্য কৃষিমেলা পরিদর্শন সংক্ষিপ্ত করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁ আরও বলেন, ‘এই সংকট, এই যুদ্ধ স্থায়ী হবে এবং এ যুদ্ধের সঙ্গে সঙ্গে সব সংকটের দীর্ঘস্থায়ী পরিণতি থাকবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।’
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় জানিয়েছেন, ফ্রান্স থেকে ইউক্রেনের জন্য অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম আসছে। আর, সংবাদমাধ্যম বিবিসি বলছে—রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সহায়তা করছে পশ্চিমারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট আজ শনিবার টুইট বার্তায় জানিয়েছেন, আজ সকালে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে কূটনৈতিক দিক থেকে নতুন দিনের শুরু হলো। আমাদের মিত্রদের কাছ থেকে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম ইউক্রেনে আসছে। যুদ্ধবিরোধী জোট কাজ করছে!’