ইমরান খানকে হত্যা করতে গুপ্তঘাতক ভাড়া!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যা করতে গুপ্তঘাতক ভাড়া করা হয়েছে বলে সতর্ক করেছে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদপত্র দৈনিক জং এর বরাত দিয়ে জিও টিভির অনলাইনে এ তথ্য প্রকাশ করা হয়।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সিটিডি কার্যালয় একটি নোটিশে সতর্কতা জারি করে বলেছে, ‘সন্ত্রাসীরা ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছে। আফগানিস্তানের কোনো জায়গা থেকে তারা সহযোগিতা নিচ্ছে।’
সিটিডির নোটিশে বলা হয়, ‘আফগানিস্তানের একজনকে ইমরান খানকে টার্গেট করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওই আফগান গুপ্তঘাতক অন্যদের দায়িত্বও বুঝিয়ে দিয়েছে।’

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সব পক্ষকে নোটিশের মাধ্যমে সতর্ক করেছে সিটিডি।
সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান
০৯ আগস্ট ২০২২
০৯ আগস্ট ২০২২