ইয়েমেনে বিমানবন্দরের পাশে বিস্ফোরণে নিহত ১২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/31/000_9qp8zd.jpg)
ইয়েমেনের আদেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
ইয়েমেনের আদেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই বেসামরিক নাগরিক। স্থানীয় সময় শনিবার এই বিস্ফোরণ পরিকল্পিত হামলা কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
আদেন বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশমুখের কাছে একটি ছোট ট্রাকে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের শব্দ পুরো আদেন শহরের মানুষ শুনেছে। বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এই বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/31/capture_0.jpg 405w)