ওমিক্রন-সংক্রান্ত জটিলতায় যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ওমিক্রন-সংক্রান্ত জটিলতায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার টেক্সাসের হ্যারিস কাউন্টির বিচারক লিনা হিদালগো জানান, নিহত ব্যক্তির মৃত্যুর নেপথ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংশ্লিষ্টতা রয়েছে।
পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি করোনার টিকা নেননি এবং এর আগেও তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একজন কোভিড রোগীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে। হোয়াইট হাউসের একজন মাঝারি পর্যায়ের কর্মকর্তা সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।