কাবুলে মসজিদে বিস্ফোরণে নিহত ৩, আহত কয়েক ডজন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/18/15t110832z.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করছে পুলিশ। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার রাতে নামাজ চলাকালে কাবুলের ওই মসজিদে হামলার ঘটনা ঘটে। ইমারজেন্সি নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একাধিক সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণে সিদ্দিকী নামে ওই মসজিদের ইমাম নিহত হয়েছেন।
তবে কারা হামলা করেছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। এক সপ্তাহ আগে কাবুলে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন ধর্মীয় নেতা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, রাজধানীর অদূরে ওই বিস্ফোরণস্থলে এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/08/18/capture.jpg 599w)
কাবুলে কার্যক্রম পরিচালনাকারী ইতালিভিত্তিক সংস্থা ইমারজেন্সি বলেছে, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে তারা।
বেসরকারি সংস্থাটি বলছে, বিস্ফোরণে আহত ২৭ জনকে পেয়েছে তারা। এর মধ্যে পাঁচটি শিশু আছে। এক শিশুর বয়স মাত্র সাত বছর।
তালেবানের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে ৩৫ জন আহত অথবা নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শক্তিশালী একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে গেছে।