কিয়েভে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি রাশিয়ার
কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ডুবির পর শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার পর শহরটিতে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে কিয়েভ থেকে রুশ বাহিনী প্রত্যাহারের পর শুক্রবার বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। মস্কো দাবি করেছে, তারা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালিয়েছে। যেখানে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মেরামত করা হয়।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ ভূখণ্ডে কিয়েভের জাতীয়তাবাদী শাসকদের দ্বারা সন্ত্রাসী হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের জবাবে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ও ব্যাপ্তি বাড়বে।
ক্ষেপণাস্ত্র কারখানার একজন শ্রমিক, কিরিল কিরিলো (৩৮) জানান, একটি ভবনে তিনটি বিস্ফোরণ দেখেছেন তিনি। এতে আগুন ধরে যায়। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউক্রেন দাবি করেছে, তাদের নির্মিত নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ যুদ্ধজাহাজ মস্কভাতে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়া নিশ্চিত করেনি ইউক্রেনের হামলার কথা। মস্কো জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর যুদ্ধজাহাজটি বন্দরে নেওয়ার সময় ঝড়ে পড়ে তা ডুবে গেছে। জাহাজের ৫ শতাধিক নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রুদের কী হয়েছে তা জানা যায়নি।