খারকিভে আবাসিক এলাকায় রুশ হামলা, নিহত ৬
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/18/ukrain.jpg)
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি আবাসিক এলাকায় আবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ছয় জন নিহত ও আহত হয়েছে ১৬ জন। খারকিভের আঞ্চলিক গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ হামলাকে ‘ঘৃণ্য ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।
জেলেনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় একটি আবাসিক ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই। আমরা ক্ষমা করব না। আমরা অবশ্যই প্রতিশোধ নেব।’
আঞ্চলিক গভর্নর ওলেগ সিনহুবভ টেলিগ্রামে বলেছেন, সালতিভকা জেলার গোলাগুলিতে এখন পর্যন্ত ছয় জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ১৬ জন আহত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী আগ্রাসন শুরু করে। যুদ্ধের শুরুর দিকে রুশ বাহিনীর অন্যতম লক্ষ্য ছিল খারকিভ। কিন্তু রাশিয়া শহরটি দখল করতে পারেনি।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/08/18/ukrain-capture.jpg)
রুশ বাহিনী এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে মনোযোগ দিয়েছে। তবে খারকিভেও মাঝে মধ্যে আক্রমণ চালিয়ে যাচ্ছে।