চীনের সিনোভ্যাকের তৈরি করোনার টিকা নিলেন এরদোয়ান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/15/turkey_photo.jpg)
চীনের কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। করোনার টিকা নিয়ে তুরস্কের জনগণকে আশ্বস্ত করতে স্থানীয় সময় বৃহস্পতিবার টিভি ক্যামেরার সামনেই টিকা নেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিজিটিএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন আনকারা সিটি হসপিটালে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা। এর আগে গত বুধবার টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী।
টিকা নেওয়ার পর হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান জানান, তিনি এবং তাঁর দল একে পার্টির সদস্যরা টিকা নিচ্ছেন। তিনি বাকি রাজনীতিকদেরও এই করোনার টিকার পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন।
এরদোয়ান বলেন, ‘প্রথম পর্যায়ে সব টিকার সরবরাহের কাজ সম্পন্ন। পরের পর্যায়ে আরো ২৫ থেকে ৩০ মিলিয়ন টিকার ডোজ আসবে। আমরা এই কাজটি দ্রুত চালিয়ে যেতে চাই।’ তিনি জানান, এখন থেকে পরবর্তী সময়ে যে টিকাগুলো তুরস্কে যাবে, সবগুলোই সিনোভ্যাকের তৈরি।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানান, যখন যার সময় আসবে সে হিসেবে সবাইকেই টিকা নিতে হবে।
এদিকে, তুরস্ক বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য চীনের সিনোভ্যাকের টিকাদান কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে তুরস্কে দুই লাখ ৫০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।