চীনে কুয়াশার জন্যে হলুদ সতর্কতা জারি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/12/ciin.jpg)
ঘন কুয়াশার কারণে চীনের কয়েকটি প্রদেশে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে এসেছে। ছবি : রয়টার্স
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ আজ শনিবার দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ঘন কুয়াশার কারণে আবারো হলুদ সতর্কতা জারি করেছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, জাতীয় আবহাওয়া কেন্দ্রের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা এসব অঞ্চলের দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে এসেছে।
কম দৃশ্যমানতার কারণে চালকদের নিরাপদ দূরত্ব ও নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দর ও এক্সপ্রেসওয়েসহ অন্য সবখানেও সতকর্তামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চীনে আবহাওয়া সতর্কতা চার রঙে হয়ে থাকে। লাল সতর্কতা সবচেয়ে মারাত্মক পরিস্থিতিতে দেওয়া হয়। এ ছাড়া রয়েছে কমলা, হলুদ ও নীল সতর্কতা।