জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৌরভের বাড়িতে মমতা

আজ ৮ জুলাই ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীর ৪৯তম জন্মদিন। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ মমতা সৌরভের বাড়িতে যান। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান মমতা। এ সময় সৌরভও ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে। খবর আনন্দবাজারের।
এদিন বিকেল ৫টা ৪৭ মিনিটে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান সৌরভের বাড়ি থেকে। প্রতিবারই জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বাড়িতে ফুল-মিষ্টিও পাঠান। কিন্তু এবারই সম্ভবত প্রথম তিনি সৌরভকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন।
উল্লেখ, সৌরভ ও মমতার মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। এর আগে সৌরভকে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন গিয়েছেন। কিন্তু মমতাকে এভাবে আলাদা করে সৌরভকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানাতে এর আগে দেখা যায়নি। সৌরভের জন্য তিনি মিষ্টি ও ফুল নিয়ে গিয়েছিলেন। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়েছে।

বৃহস্পতিবার ৪৯তম জন্মবার্ষিকী ছিল সৌরভের। সকাল থেকে তাঁর বাড়ির সামনে ছিল ভক্তদের ভিড়। অনেকেই এসেছিলেন দূরদূরান্ত থেকে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাঁরা।
প্রত্যেকেই একবার সামনে থেকে প্রিয় দাদাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। সেই আশা পূর্ণ হয় বেলা সাড়ে ১২টায়। নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন সৌরভ।
এক ভক্ত সৌরভের হাতে তাঁর আকা একটি ছবি তুলে দেন। পাল্টা সৌরভও তাঁকে অটোগ্রাফ দিয়েছেন। পরে ওই অনুরাগী সংবাদমাধ্যমে জানান, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।
পরে সৌরভ সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে বলেন, ‘আরও একটা বছর পার করলাম। এখন আমি পুরোপুরি ফিট। খুব ভাল আছি। কোভিড এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমি নিজেও সাবধানে রয়েছি। সবাইকে এখনও সাবধানে থাকতে হবে।’