পাকিস্তানি রেঞ্জারকে আটক করল বিএসএফ, নিয়ন্ত্রণরেখায় চরম উত্তেজনা

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তবে তার নাম প্রকাশ করা হয়নি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। গতকাল শনিবার (৩ মে) ওই পাকিস্তানি রেঞ্জারকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৩ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করেছিল পাকিস্তান। তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি। এর ধারাবাহিকতায় আজ পাকিস্তানি রেঞ্জারকে আটকের ঘটনা ঘটল।
উল্লেখ্য, বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডের ভারতীয় অংশে সম্প্রতি এক বন্দুক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই তার সেনাবাহিনীকে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও তাদের প্রতিবেশীর দিক থেকে সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, পরমাণু শক্তিধর এই দুটি দেশ কার্যত সীমান্ত হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কন্ট্রোল বা এলওসি)-তে টানা ১০ রাত ধরে একে অপরের সামরিক চৌকি লক্ষ্য করে গোলাগুলি করেছে। তবে ইসলামাবাদ গত ২২ এপ্রিলের ওই ভয়াবহ হামলায় তাদের কোনো রকম সংশ্লিষ্টতা থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।