জাপানের প্রধানমন্ত্রী পদে দলের মনোনয়ন পেলেন ইউশিহিদি সোগা

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন প্রধান হিসেবে সোমবার নির্বাচিত হয়েছেন ইউশিহিদি সোগা। যার ফলে তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য কার্যত নিশ্চয়তা পেয়ে গেলেন।
প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হতে ইউশিহিদি সোগা পেয়েছেন ৩৭৭ ভোট। অন্যদিকে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগিরু ইশিবা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফোমিও কিশিদা মিলে পেয়েছেন ১৫৭ ভোট, খবর এপির।
শিনজো আবে গত মাসে ঘোষণা দেন যে তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন। দলীয় ভোটে সোগা প্রত্যাশিত জয় পাওয়ায় এখন তিনি বুধবারের সংসদীয় ভোটে নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে আছেন। তাঁদের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক জোটই সংসদে সংখ্যাগরিষ্ঠ।
শিনজো আবের ডান-হাত হিসেবে পরিচিত সোগা খুব একটা বিদেশ ভ্রমণ করেননি। তিনি দেশে প্রশাসন পরিচালনায় দক্ষতার পরিচয় দিলেও তাঁর কূটনৈতিক জ্ঞান কতটুকু রয়েছে তা অজানা।