টুইটারে ফেরার কোনো ইচ্ছা নেই ট্রাম্পের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফেরার কোনো ইচ্ছে নেই তাঁর। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টুইটারের নতুন স্বত্বাধিকারী এলন মাস্ক এই প্ল্যাটফর্মে ট্রাম্পের অ্যাকাউন্ট আবারও চালু করা উচিৎ কী না, এ প্রসঙ্গে একটি জরিপের আয়োজন করেন। জরিপে ১ কোটি ৫০ লাখেরও বেশি লোক ভোট দেন। যেখানে ৫১ দশমিক ৮ ভোট অ্যাকাউন্ট চালুর পক্ষে পড়ে।
'জনগণ তাদের বক্তব্য জানিয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে', টুইটার বার্তায় বলেন এলন মাস্ক।
এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পের বন্ধ হয়ে যাওয়া টুইটার অ্যাকাউন্টটি পুনরায় চালু হয়েছে। গতকাল থেকেই যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট সচল অবস্থায় দেখা গেছে।
স্থগিত হওয়ার আগে ট্রাম্পের অ্যাকাউন্টে ৮ কোটি ৮০ লাখেরও বেশি ফলোয়ার ছিল। এ মুহূর্তে ফলোয়ারের সংখ্যা ৫ কোটি ৯০ লাখের মতো।
শনিবার মার্কিন স্থানীয় সময় রাত ১০টা নাগাদ ট্রাম্পের অ্যাকাউন্টে নতুন করে ১ লাখ ফলোয়ার যুক্ত হন। ২০২১ সালের ৮ জুন তাঁর অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছিল। তবে এ বিষয়ে ট্রাম্পকে খুব একটা উৎসাহী মনে হয়নি।
রিপাবলিকান দলের বার্ষিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি টুইটারে ফেরার পরিকল্পনা করছেন কী না? উত্তরে ট্রাম্প বলেন, 'আমি কোনো কারণ দেখি না।'
তিনি জানান, তিনি তাঁর নতুন প্ল্যাটফর্ম ট্রুথ সোশালের সঙ্গেই থাকতেই বেশি আগ্রহী। এই প্ল্যাটফর্ম ও অ্যাপটি তৈরি করেছে ট্রাম্প মিডিয়া ও প্রযুক্তি গ্রুপ (টিএমটিজি) নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠান।
ট্রাম্পের মতে, এই প্ল্যাটফর্মে টুইটারের চেয়ে ফলোয়ারদের সঙ্গে সংযুক্ত থাকার উন্নততর প্রক্রিয়া রয়েছে এবং এটি 'অসামান্য ফল' দেখাচ্ছে। টুইটারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।