ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা প্রত্যাখ্যান তালেবানের
চলতি বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে বিশ্ব মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে, এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবানদের সমর্থন পেয়েছেন। তবে সংগঠনটির পক্ষ থেকে ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা প্রত্যাখ্যান করা হয়েছে, খবর ইনডিপেনডেন্টের।
এর আগে সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, তালেবানের প্রত্যাশা, এবারের নির্বাচনে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হবেন।
খবরে বলা হয়, গত শুক্রবার জাবিহুল্লাহ মুজাহিদ মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে টেলিফোনে এক সাক্ষাৎকার দেন। ওই সময় তিনি বলেন, তাদের প্রত্যাশা, ট্রাম্প এবারের নির্বাচনেও জিতবেন। আর আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেবেন।
এর আগে ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে তালেবান। সংগঠনটির অন্য এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তবে তিনি সুস্থ হচ্ছেন।’
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের মুখপাত্র টিম মুর্তাহ জানান, তালেবানের সমর্থন তারা প্রত্যাখ্যান করেছেন। তালেবানের জানা উচিত, ট্রাম্প সব সময় মার্কিন স্বার্থ রক্ষা করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক