ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করবে ফিনল্যান্ড
ইউরোপভিত্তিক সামরিক জোট ন্যাটো সদস্য হওয়ার জন্য আবেদন করবে ফিনল্যান্ড। আজ রোববার রাজধানী হেলসিংকিতে প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী সানা ম্যারিন এ ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউরোপের ন্যাটো বহির্ভূত দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন সামরিক জোটটিতে যোগ দেওয়ার নিয়ে আলোচনা শুরু করে। তা ছাড়া রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে পৌঁছাতে রাষ্ট্রের প্রেসিডেন্ট ও সরকারের মধ্যে এ বিষয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। আশা করি, পার্লামেন্ট দায়িত্ববোধের জায়গা থেকে ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে।’
ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে আবেদন করার সিদ্ধান্ত জানানোর পর ন্যাটোর প্রধান জেন্স স্টলেনবার্গ সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া কী করছে, ন্যাটো তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া কোনো ন্যাটো সদস্য দেশে হামলা চালালে আমরা জবাব দিতে প্রস্তুত।’
ন্যাটোর প্রধান জেন্স স্টলেনবার্গ বলেন, ‘ফিনল্যান্ড ও সুইডেনের সদস্য হওয়া ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্টিক অঞ্চলে আমরা সদস্যদের নিরাপত্তা বিধানের বিষয়টি দেখব।’
এ সময় সুইডেনের কাছ থেকেও সদস্য হওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা শোনার আশাবাদ ব্যক্ত করেছেন ন্যাটোর প্রধান।
আজ ন্যাটোভূক্ত ৩০ দেশের নেতারা সুইডেন ও ফিনল্যান্ডের সদস্য হওয়া নিয়ে বৈঠকে বসেন।
এর আগে গতকাল শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো বলেন, ‘রাশিয়ার প্রতিবেশী দেশ হিসেবে বাস্তবসম্মত প্রশ্নগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ফিনল্যান্ড।’
যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে ফিনল্যান্ডের ন্যাটো সদস্য হওয়ার উদ্যোগকে ভুল হিসেবে আখ্যায়িত করেছিলেন।