পবিত্র কাবা’র হাজরে আসওয়াদ ভার্চুয়ালি ছোঁয়া যাবে
ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ (কালো পাথর) প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থান থেকে মুসলিমরা হাজরে আসওয়াদ ছুঁতে ও দেখতে পারবেন বলে জানা যায়। এ প্রক্রিয়ায় অন্যান্য স্থানের মতো পবিত্র কাবা ঘরও দেখা যাবে।
পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস গত সোমবার তা উদ্বোধন করেন।
সৌদি আরবের এজেন্সি ফর এক্সিবিশনস অ্যান্ড মিউজিয়াম অ্যাফেয়ার্সের অংশ হিসেবে ‘ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ’র যাত্রা শুরু হয়েছে।