সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আর নেই

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রয়েল কোর্ট এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই বিবৃতি প্রকাশ করেছে। খবর আল আরাবিয়ার।
রয়েল কোর্ট জানিয়েছে, শেখ আব্দুল আজিজের মৃত্যুতে সৌদি আরব ও সমগ্র মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারালো, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রয়াত শেখের পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সিনিয়র স্কলারস কাউন্সিলের সভাপতি শেখ আব্দুল আজিজের জানাজার নামাজ মঙ্গলবার বিকেলে রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
বাদশাহ সালমানের নির্দেশে মক্কা, মদিনা ও রাজ্যের অন্যান্য মসজিদগুলোতে আসরের নামাজের পর অনুপস্থিত (গায়েবানা) জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।