পশ্চিমারা রাশিয়া-চীনের সঙ্গে পরমাণু যুদ্ধে জড়ানোর ঝুঁকি নিচ্ছে
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন ল্যাভগ্রোভ সতর্ক করে বলেছেন, পশ্চিমারা রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিচ্ছে। কারণ, দেশ দুটির সঙ্গে তাদের ‘যোগাযোগে ভাঙন’ দেখা দিয়েছে।
ল্যাভগ্রোভ বলেন, ‘বৈরি শক্তিধর দেশগুলো স্নায়ুযুদ্ধের সময়ই বরং একে অপরকে এখনকার চেয়ে ভালোভাবে বুঝতে পারত। আজ সংলাপের অভাব হিসাব-নিকাশে ভুলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।’
চার্চিলের সেই ‘যুদ্ধের চেয়ে মুখোমুখি বৈঠক ভালো’ উদ্ধৃতির প্রসঙ্গ টেনে ল্যাভগ্রোভ বলেন, ‘আমরা সংলাপ-সংলাপ চাই, যুদ্ধ-যুদ্ধ নয়।’
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’-এ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিণতি এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের আন্তর্জাতিক বিশ্ব প্রেক্ষাপটে আরও বড় ধরনের সংঘাত ঘনিয়ে আসা নিয়ে এক ভাষণে ল্যাভগ্রোভ এসব কথা বলেন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
ল্যাভগ্রোভ আরও বলেন, বিশ্ব ‘অস্ত্র বিস্তারের নতুন যুগে’ প্রবেশ করেছে, যেখানে বিপজ্জনক অস্ত্রশস্ত্র আরও বেশি করে সহজলভ্য হচ্ছে।
ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ‘স্নায়ুযুদ্ধের সময় দশকের পর দশক ধরে পশ্চিমা শক্তিধর দেশগুলো আলোচনা থেকে উপকৃত হয়েছে। এতে সোভিয়েত মতবাদ এবং তাদের সক্ষমতা সম্পর্কে আমাদের বোঝাপড়া বেড়েছে এবং অপরপক্ষেও তাই হয়েছে।’
‘এতে উভয় পক্ষেরই এ ব্যাপারে আস্থা বেড়েছে যে, আমরা চলার পথে হিসাব-নিকাশে ভুল করে পারমাণকি যুদ্ধে জড়িয়ে পড়ব না। আর, আজ অন্যরা, যারা ভবিষ্যতে আমাদের হুমকি দিতে পারে, তাদের সঙ্গে আমাদের ভিতটা আর একই রকম নেই- বিশেষ করে চীনের সঙ্গে,’ বলেন ল্যাভগ্রোভ।

এনটিভি অনলাইন ডেস্ক