পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার চার
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, একজন খ্রিস্টান প্রতিবেশীর অন্ত্যেষ্টিক্রিয়ার ঘোষণা মসজিদ থেকে দেওয়ার জন্য ইমামের সঙ্গে তর্ক করার অভিযোগ রয়েছে ওই চারজনের বিরুদ্ধে।
পুলিশ বলছে, এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের লাহোর শহরের খোদি খুশাল সিং গ্রামে গত ১৮ নভেম্বর ঘটনাটি ঘটেছে।
পুলিশ কর্মকর্তা ফারিয়াদ বলেছেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত সবাই মুসলিম। মসজিদ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের কারো শেষকৃত্যের ঘোষণা দিতে অস্বীকৃতি জানান ইমাম। এ নিয়ে ওই ইমামের সঙ্গে তর্কে জড়ান অভিযুক্তরা। পরে তারা গ্রেপ্তার হন।
খবরে বলা হয়, মসজিদে আসার সঙ্গে সঙ্গে তারা মসজিদের ইমামকে গালি দিতে শুরু করে, তারা মসজিদকে অসম্মান এবং ইসলামের অবমাননা করেছে।
ওই চারজনকে পাকিস্তানের দণ্ডবিধির ২৯৫ এবং ২৯৮ ধারায় অভিযুক্ত করা হয়েছে, যার শাস্তি দুই বছর পর্যন্ত কারাদণ্ড।