পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন : জেলেনস্কি
নতুন বছরের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন। শনিবার সেনাদের উৎসাহ দিতে সামরিক পোশাকে হাজির হন পুতিন। সেনাদের উদ্দেশে ভাষণ দেন। পুতিনের ভাষণের পরই জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট সেনাদের পেছনে লুকিয়ে আছেন, তাদের নেতৃত্ব দিচ্ছেন না।’
শনিবার দিবাগত রাতে নিজের টেলিগ্রাম চ্যানেলে ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘বেসামরিক ইউক্রেনীয়দের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া। শনিবারের হামলা ছিল অমানবিক।’
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এসময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে রাশিয়ানদের উদ্দেশে জেলেনস্কি আরও বলেন, ‘আপনাদের নেতা দেখাতে চান যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সামরিক বাহিনী পুতিনের পেছনে রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি লুকিয়ে আছেন। পুতিন তার সামরিক বাহিনী, তার ক্ষেপণাস্ত্র, বাসস্থান ও প্রাসাদের দেওয়ালের আড়ালে লুকিয়ে আছেন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি আপনার পেছনে লুকিয়ে আছেন। পুতিন আপনাদের দেশ এবং ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। সন্ত্রাসী কার্যকলাপের জন্য কেউ আপনাকে ক্ষমা করবেন না। ইউক্রেন ক্ষমা করবে না আপনাকে।’

এনটিভি অনলাইন ডেস্ক