ফিনল্যান্ডের যোগদানে রাশিয়ার সঙ্গে দ্বিগুণ হলো ন্যাটোর সীমানা
আনুষ্ঠানিকভাবে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। জোটের ৩১তম দেশ হলো ইউরোপের দেশটি। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সীমানা দ্বিগুণ হলো। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, ৩১তম দেশ হিসেবে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। খুব শিগগিরই ব্রাসেলসের ন্যাটোর হেডকোয়ার্টারে উত্তোলিত হবে ফিনিশ পতাকা।
ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সমস্ত ডকুমেন্টস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেনের কাছে জমা দিয়েছে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফিনল্যান্ডকে ন্যাটোর নতুন সদস্য হিসেবে ঘোষণা দেবেন।
বিবিসি বলছে, ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান রাশিয়ার জন্য আরও একটি বড় ধাক্কা। কারণ, ইউক্রেনে আগ্রাসন চালানোর আগ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো সম্প্রসারণের অভিযোগ করছিলেন। সামরিক জোটটিতে ফিনল্যান্ডের অংশ নেওয়ায় এখন ন্যাটোর সঙ্গে রাশিয়ার সীমানা দ্বিগুণ হয়েছে।
ফিনল্যান্ড রাশিয়ার সীমান্তবর্তী একটি দেশ। মস্কোর সঙ্গে দেশটির এক হাজার ৩৪০ কিলোমিটারের (৮৩২ মাইল) সীমান্ত রয়েছে।
বিষয়টি নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ফিনল্যান্ডে কী হচ্ছে তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’ ন্যাটোর সম্প্রসারণকে নিজেদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন পেসকভ।
ইউরোজোনে অন্তর্ভুক্ত হওয়ার পরেও সামরিক ক্ষেত্রে এখনও কোনো সহযোগিতায় যায়নি সুইডেন ও ফিনল্যান্ড। মস্কোর সীমান্তবর্তী দেশ দুটি নিজেদের মধ্যে শুধুই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বজায় রেখেছিল। তবে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সব হিসাবনিকাশ পাল্টে দিয়েছে। ইউরোজোনে যুক্ত হওয়ার কয়েক দশক পর ন্যাটোর ছায়াতলে গেল ফিনল্যান্ড। আর সুইডেন যোগ দেওয়ার পথে রয়েছে।
ন্যাটোতে ফিনল্যান্ডের যোগ দেওয়া মানে দেশটিতে কোনো আক্রমণ হলে তাদের সহায়তায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্রসহ সামরিক জোটভুক্ত দেশগুলো। ইউক্রেন আগ্রাসনের পর ৮০ শতাংশ ফিনিশ নাগরিক ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক