ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া : গাসুম
ফিনল্যান্ডে আগামীকাল শনিবার থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসুম এ কথা জানিয়েছে। গাসুম রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ মন্তব্য করেছে। তবে, তাদের দেশে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে। খবর রয়টার্স।
আজ শুক্রবার গাসুম বলেছে, এটি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি করপোরেশন গ্যাজপ্রম জানিয়েছে যে, শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। যদিও ফিনিশ কোম্পানি বলেছে—রাশিয়ার এই পদক্ষেপ তাদের দেশে গ্রাহকের মধ্যে গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটাবে না।
গাসুম এর সিইও মিকা উইলজানেন বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, আমাদের সরবরাহ চুক্তির অধীনে থাকা প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে। তবে, আমরা এই পরিস্থিতির জন্য সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলাম। গ্যাস সঞ্চালন নেটওয়ার্কে কোনো বিঘ্ন না ঘটলে আমরা আগামী মাসে সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।’