ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত
অন্তত ৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সেনাপ্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।
ফিলিপাইনের সুলু প্রদেশের জোলো দ্বীপপুঞ্জে আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে অবতরণের আগমুহূর্তে সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্ত হয়। আগুন ধরে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।সেনাপ্রধান সিরিলিতো সোবেজানা এএফপিকে এসব তথ্য জানান।
বিমানটিতে থাকা আরোহীদের বেশির ভাগই সামরিক বাহিনীর সদ্য প্রশিক্ষণ সম্পন্ন করা সদস্য বলে জানা গেছে। মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে সন্ত্রাস মোকাবিলায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদেরকে সেখানে মোতায়েন করা হয়েছিল।
আবু-সায়াফসহ সশস্ত্র সংগঠনসমূহের শক্তিশালী উপস্থিতি মোকাবিলায় জোলো দ্বীপপুঞ্জে সব সময় বাড়তি সেনা মোতায়েন করে রাখে ইন্দোনেশিয়া।