ফেব্রুয়ারিতে খুলছে বিশ্ববিদ্যালয়, নারী শিক্ষার্থীদের নিয়ে চুপ তালেবান
গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তানে বন্ধ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা গতকাল রোববার জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি। তবে নারী শিক্ষার্থীরা ফিরবেন কি না, সে সম্পর্কে কিছুই বলেননি তিনি।
কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানান, উষ্ণ অঞ্চলের প্রদেশগুলোর বিশ্ববিদ্যালয় খুলবে ২ ফেব্রুয়ারি আর শীতল অঞ্চলের প্রদেশগুলোর ২৬ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয়গুলোর নারী শিক্ষার্থীদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হয়েছে কিনা তা জানাননি তিনি। এর আগে তালেবান কর্মকর্তারা জানিয়েছিলেন, নারীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা করা হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান সরকার এখন পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় শুধু ছেলেদের উচ্চবিদ্যালয়গুলো খুলে দিয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুললেও অনেক ক্ষেত্রেই নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারেননি।
তালেবান সরকার আরও বেশি বিদেশি সহায়তা ও বিদেশে জব্দ হয়ে থাকা সম্পদ ছাড় করার চেষ্টা করছে। তাদের এ প্রচেষ্টায় সাড়া দেওয়ার শর্তের মধ্যে নারী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেওয়ার দাবিও রেখেছে পশ্চিমা সরকারগুলো।
কট্টরপন্থি এ গোষ্ঠীটি ১৫ অগাস্ট, ২০২১ এ ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।