ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/15/download.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার ইমপ্রোভাইজড বোমার সাহায্যে কাবুলের পশ্চিমাংশে এই বিস্ফোরণ হয়। কাবুলের বাসিন্দাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আহমদ মুর্তাজা নামে কাবুলের কোট সাঙ্গি এলাকার একজন দোকানি বলেন, ‘দোকানে একজন ক্রেতার সঙ্গে পণ্য কেনা-বেচা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। সে সময় একটি বোমা বিস্ফোরণে আমার দোকানটি কেঁপে ওঠে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে হামলায় ক্ষতিগ্রস্ত মানুষকে আমি সরিয়ে নিতে দেখেছি। কিন্তু আমি জানি না যে, তারা আহত নাকি নিহত।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/11/15/capture5.jpg 687w)
এদিকে আফগান টেলিভিশন চ্যানেল টোলো নিউজকে পরিচয় গোপন রাখার শর্তে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার কাবুলের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত শনিবার কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় মিনিবাসের সঙ্গে রাখা চৌম্বক বোমার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।