ফেসবুক বন্ধ ছয় ঘণ্টা, টেলিগ্রাম পেল সাত কোটি গ্রাহক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/06/telegram.jpg)
টেলিগ্রামের লোগো। ছবি : রয়টার্স
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ গত সোমবার প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। এই সময়েই সাত কোটি নতুন ব্যবহারকারী পেয়েছে ক্ষুদেবার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ মঙ্গলবার বলেছেন, সোমবার বড় প্রতিষ্ঠানগুলোর সেবা প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। এ সময় টেলিগ্রাম নতুন সাত কোটি ব্যবহারকারী পেয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/06/telegram-insert_0.jpg 687w)
কনফিগারেশন পরিবর্তনজনিত ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সাড়ে তিনশ কোটি ব্যবহারকারী সেবা থেকে বঞ্চিত হয় বলে জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষ।
নিজের টেলিগ্রাম চ্যানেলে পাভেল দুরোভ লিখেছেন, ‘টেলিগ্রামের দৈনিক প্রবৃদ্ধির চেয়ে ব্যাপকভাবে বাড়া এবং একদিনে আসা সাত কোটির বেশি ব্যবহারকারীকে স্বাগত জানাচ্ছি।’