বিশালকায় ‘গাজা’ ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করল ইরান
বিশাল আকারের নতুন ড্রোন ‘গাজা’র পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা রেডিও তেহরান ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারে। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহনে সক্ষম।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এই ড্রোনের সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত।
গত মে মাসে এই ড্রোন তৈরির খবর দেয় ইরান। গত বছর গাজায় ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যেদিন যুদ্ধ বন্ধ করেছিল, ঠিক সেদিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করে।