ইরানে পাল্টা হামলা করল ইসরায়েল
এবার ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের উদ্ধৃতি দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, ইরানের ইসফাহান প্রদেশে জোড়ালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, বেশ কয়েকটি শহরের বিমান ওঠা-নামার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
তা ছাড়া সিরিয়া ও ইরাক থেকেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।
গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দিতে ইরান গত সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আর নিজ ভূখণ্ডে ইরানের হামলার প্রতিশোধ নিতে আজকের এই হামলা চালাল ইসরায়েল।
সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের ওই হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়।
মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় গত ছয় মাস ধরে চলতে থাকা ইসরায়েল-হামাস যুদ্ধের বিস্তৃতি ঘটেছে আশপাশের এলাকায়। গাজার ইসরায়েলের নৃশংস হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সিরিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া ইরাকের বাবেল অঞ্চলের আল-ইমাম এলাকা থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।