ভারতের ছত্তিশগড়ে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের এক বিমানবন্দরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতের এ দুর্ঘটনায় নিহত দুজন হলেন—ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডে ও ক্যাপ্টেন এপি শ্রীবাস্তভ।
দুই পাইলট যখন হেলিকপ্টারটিকে অবতরণ করানোর চেষ্টা করছিলেন, তখন এতে আগুন ধরে যায়। এতে আরোহী দুই পাইলট নিহত হন। হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না।
সিনিয়র পুলিশ সুপারিন্ডেন্ট (এসএসপি) প্রশান্ত আগারওয়াল জানান, রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে ফ্লাইং প্রাক্টিসের সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। কারণ, নির্ধারণে ছত্তিশগড় সরকার এবং বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত যান্ত্রিক তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় নিহত পাইলটদের প্রতি শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।