মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনি জরিপে এগিয়ে বাইডেন, আশাবাদী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি চার মাস। সম্প্রতি নিউইয়র্ক টাইমস ও সেইনা কলেজের করা যৌথ এক জরিপের ফলাফলে দেখা যায়, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ফলাফলে দেখা যায়, ট্রাম্পের চেয়ে জো বাইডেন ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন। কিন্তু অন্যদিকে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প, খবর নিউইয়র্ক টাইমস।
২০১৬ সালের নির্বাচনে বিজয়ের কথা স্মরণ করে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প এক টুইটে লেখেন, ‘এবারের নির্বাচনেও ২০১৬ সালের ৩ নভেম্বরের পুনরাবৃত্তি ঘটবে। একই সঙ্গে ২০১৬ সালের নিউইয়র্ক টাইমসের জরিপকে ‘মিথ্যা’ ও ফক্স নিউজের জরিপকে ‘তামাশা’ উল্লেখ করে ট্রাম্প বলেন, চার বছর আগে জাতীয় নির্বাচনের জরিপে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিজয়ী দেখানো হয়েছিল। আপনারা কি মনে করেন তাদের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত যখন আমি বিজয়ী হই? জনগণ আইনের শাসন ও নিরাপত্তা চায়।’
তবে গত কয়েক সপ্তাহ ধরে সব জাতীয় ভোট জরিপে একই ধরনের ফলাফল আসছে। এতে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন।
পর্যবেক্ষকদের অভিমত, ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও উল্লেখযোগ্য ব্যবধানে জো বাইডেন এগিয়ে ছিলেন। ভোটযুদ্ধে এই জরিপ ফলাফল ট্রাম্পের দলের জন্য উদ্বেগজনক।
সেইনা কলেজের জরিপে ট্রাম্প মিসিগান, পেনসিলভানিয়া ও উইকনসিন অঙ্গরাজ্যে জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন। এই রাজ্যগুলোতে ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও বেশি ব্যবধানে বাইডেন এগিয়ে রয়েছেন।