শুল্ক বিতর্কের মধ্যেই বৈঠকে ট্রাম্প-কার্নি

কানাডার নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে ট্রাম্পের আরোপিত শুল্ক এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার হুমকির মতো বিতর্কিত ইস্যু। কার্নি স্পষ্টতই ট্রাম্পের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেবেন বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।
এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রপতির শুল্ক আরোপ এবং সংযুক্তির হুমকি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে চান।
এদিকে, সোমবার (৫ মে) প্রকাশিত একটি গোপন স্মারকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের একটি বিতর্কিত দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প দাবি করেছিলেন, ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার নাগরিককে এল সালভাদরে নির্বাসিত করার যৌক্তিকতা প্রমাণ করা সম্ভব। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো এই দাবির কোনো ভিত্তি খুঁজে পায়নি।
অন্যদিকে, বিদেশী চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্পের আকস্মিক ঘোষণায় হলিউড ইন্ডাস্ট্রিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই নীতিকে অযৌক্তিক এবং শিল্প সম্পর্কে ট্রাম্পের জ্ঞানের অভাবের পরিচায়ক বলে মনে করছেন।
এই পরিস্থিতিতে মার্ক কার্নির হোয়াইট হাউস সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের সঙ্গে তার আলোচনা দুই দেশের ভবিষ্যত সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।