ক্যালিফোর্নিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে একটি আবাসিক এলাকার পেছনে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৩ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপির।
ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে অবস্থিত সিমি ভ্যালিতে দুটি বাড়ির ওপর এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে দমকলকর্মীদের দ্রুত ঘটনাস্থলে পাঠিয়েছে।

পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, উড়োজাহাজটিতে দুজন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে।
দমকল বিভাগ আরও জানায়, দুর্ঘটনার সময় দুটি বাড়িতেই লোকজন ছিল, তবে কোনো বাসিন্দা আহত হননি।
দমকল বিভাগটির পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির ছাদে বড় গর্ত তৈরি হয়েছে। ভেঙে যাওয়া বেড়া, ইটের দেয়াল সরাতে দমকলকর্মীরা কাজ করছেন।
সিমি ভ্যালি পুলিশ বিভাগ জানিয়েছে, কর্মকর্তারা একটি আবাসিক এলাকার পেছনের উঠোনে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। পুলিশ সিবিএস নিউজকে জানিয়েছে, দুপুর ২টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় সেখানে পাইলট, একজন যাত্রী ও একটি কুকুর ছিল।
সিবিএসের তথ্য অনুযায়ী, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি ছিল ভ্যানস আরভি-১০ মডেলের। এটি লস অ্যাঞ্জেলেস কাউন্টির উইলিয়াম জে. ফক্স এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করে পার্শ্ববর্তী ভেনচুরা কাউন্টির ক্যামারিলো বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে একই মডেলের (চার আসনবিশিষ্ট ভ্যানস আরভি-১০) একটি বিমান একটি বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত হলে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছিলেন।