রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৩
রাশিয়ার সামরিক বাহিনীর দুটি বিমানঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এতে তিন জন নিহত ও আট জন আহত হয়েছেন। খবর বিবিসির।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মস্কো থেকে দক্ষিণ-পূর্বের রিয়াজান শহরে একটি বিমানঘাঁটিতে তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়ে তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। এ ছাড়া দেশটির সাতারভ অঞ্চলে একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে রুশ কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। আর যে দুই স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটা ইউক্রেন সীমান্ত থেকে কয়েক শ মাইল দূরে অবস্থিত।
তবে বিবিসি জানিয়েছে, সাতারভ অঞ্চলে এঙ্গেলস বিমানঘাঁটিতে রাশিয়ার কৌশলগত যুদ্ধাস্ত্র বহনকারী দূরপাল্লার বোমারু বিমান মোতায়েন করা আছে।
এদিকে সাতারভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ‘রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সামরিক স্থাপনায় একটি বিস্ফোরণের ঘটনার বিষয়টি খতিয়ে দেখছেন।’
বিবিসি বলছে, ভিন্ন দুটি সামরিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা নিয়ে রাশিয়া এমন গুজব ছড়াতে পারে যে ইউক্রেনীয় বাহিনী সম্ভবত এসব হামলা চালিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সামরিক বাহিনীর দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে।